ছেলেদের স্কিন ভিন্ন কেন? ভুল প্রোডাক্টে মুখ নষ্ট হয়!

ছেলেদের স্কিন, মেয়েদের মতো না – ভুল প্রোডাক্টে মুখ নষ্ট!!

তানভীর একটা বড় ভুল করেছিল।
সে ভাবত – “বোনের ফেসওয়াশ ভালো কাজ করে, আমিও সেটাই ইউজ করবো।”
ইউটিউবে মেয়েদের স্কিন কেয়ার রুটিন দেখে সেটা কপি করে।
৩ দিন পরেই তার গাল ফুলে যায়, মুখে র‍্যাশ উঠে আসে।

তানভীর তখন বলে,
“ভাই, দামী ছিল তো প্রোডাক্ট, কেন এমন হলো?”

কারণ সে ছেলে। আর সে যা লাগিয়েছে, সেটা মেয়েদের জন্য বানানো ছিল।

সত্য কথা:

ছেলেদের স্কিন = মেয়েদের স্কিন না।

আপনি যদি এটা বুঝেন না,
তাহলে দামি প্রোডাক্ট কিনেও নিজের মুখ নিজেই নষ্ট করবেন।

ফেসবুকে অনেক ছেলেই এখন সার্চ করে:

ছেলেদের স্কিন ফর্সা করার উপায়

ছেলেদের মুখে ব্রণ কেন হয়

ছেলেদের জন্য ফেসওয়াশ

ছেলেদের ত্বকের দাগ দূর করার উপায়

ছেলেদের স্কিন কেয়ার রুটিন

আপনিও হয়তো এইরকম কিছু খুঁজতেই এই লেখা পড়ছেন।

ছেলেদের স্কিন আলাদা—তথ্যটা মাথায় ঢুকান:

ছেলেদের স্কিন পুরু

স্কিনে তেল বেশি বের হয়

বাইরের ধুলোবালি বেশি লাগে

ব্রণ, র‍্যাশ বেশি হয়

ঘাম বেশি হয়

শেভ করার কারণে মুখে ক্ষত ও স্পর্শকাতরতা বেশি হয়

তাহলে আপনি কীভাবে ভাবেন,
একটা মেয়ের স্কিন সিরাম আপনাকে ফর্সা করে দেবে?

আপনি যেসব ভুল করেন:

স্কিন টাইপ না জেনে ফেসওয়াশ কিনে ফেলেন

মেয়েদের সাজগোজ দেখে সেটা নিজে ফলো করেন

শুধু দামি হলে সেটাকেই ভালো ভাবেন

বাজারে যা সেলসে আছে সেটাই মুখে লাগান

এর ফলে কী হয় জানেন?

মুখ জ্বলে

ব্রণ বের হয়

ত্বক রুক্ষ হয়ে পড়ে

স্কিনে র‍্যাশ হয়

মুখে দাগ পড়ে

তারপর বলেন – “প্রোডাক্ট আমার সাথে স্যুট করেনি।”
না ভাই, প্রোডাক্ট স্যুট করার কথা ছিল না—আপনিই ভুলটা করেছেন।

নিজের স্কিন টাইপ চিনুন

১. Oily Skin
নাক-কপালে সারাক্ষণ তেল। মুখ বেশি ব্রণপ্রবণ।
২. Dry Skin
মুখ ধুয়ে ১০ মিনিট পরেই টান লাগে, খসখসে লাগে।
৩. Combination
নাক-কপালে তেল, গালে রুক্ষতা।
৪. Sensitive
যা লাগান মুখে, সেটা চুলকায় বা জ্বলে।

টিস্যু টেস্ট করেই চিনুন নিজের স্কিন টাইপ

১. মুখ ধুয়ে ফেলুন
২. শুকিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন
৩. টিস্যু দিয়ে কপাল, নাক, গাল মুছুন
৪. তেল বের হলে → Oily
শুধু কিছু জায়গায় → Combination
কিছুই না → Dry
মুছার পর লাল হয়ে গেলে → Sensitive

এখন সিদ্ধান্ত আপনার

আপনি যদি নিজের মুখ নিয়ে খেলেন,
তাহলে সেই মুখ সমাজেও খারাপ ইম্প্রেশন দেবে।

একটা ছেলে যদি নিজের চেহারার প্রতি দায়িত্বশীল না হয়,
তাহলে সে জীবনের অন্য দায়িত্বেও আলসেমি করবে।

আপনি আলাদা।
আপনার স্কিন আলাদা।
আপনার জন্য চাই আলাদা রুটিন।

আপনি যদি বুঝে উঠতে না পারেন আপনার স্কিন কেমন – ইনবক্সে প্রশ্ন করতে পারেন। পরামর্শ দিচ্ছি নিজের মুখের প্রতি অন্যায় করবেন না।

©BusanBoys

বই: স্কিনকেয়ার = আত্মবিশ্বাস
অধ্যায় ২: ছেলেদের স্কিন, মেয়েদের মতো না – ভুল প্রোডাক্টে মুখ নষ্ট

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *